ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

এবার হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপনও দেওয়া যাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ৪ আগস্ট ২০১৮

গত কয়েকদিন ধরে গ্রাহকদের জন্য পর পর হোয়াটসঅ্যাপ কয়েকটি সুবিধে দিয়ে যাচ্ছিল। এবারও মেসেজিং অ্যাপটি গ্রাহকদের জন্য আরও একটি খুশির খবর নিয়ে আসছে। সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া যাবে বিজ্ঞাপন। মূলত আয় বাড়ানোর লক্ষ্যেই সিদ্ধান্তটি নিয়েছে ফেসবুক অধীনস্থ এই সংস্থা৷

জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই আগামী বছর থেকেই শুরু হবে হোয়াটস অ্যাপ বিজ্ঞাপন৷ হোয়াটস অ্যাপ স্ট্যাটাসে দেখা যাবে এই বিজ্ঞাপন৷ আয়বৃদ্ধির কারণকে সামনে রেখেই প্রধান সংস্থা (ফেসবুক) উদ্যোগটি নিতে চলেছে৷

সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, বেশ কিছুদিন থেকেই হোয়াটস অ্যাপের আয়ের অংকে ভাটা পড়েছে৷ যা রীতিমতো ভাবিয়েছে কর্তৃপক্ষকে৷ সেই ভাবনা থেকেই হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন গ্রহণের পরিকল্পনাটি করছে ফেসবুক৷

নয়া এই সিদ্ধান্ত বার্ষিক আয়কে অনেকাংশে বাড়াবে, সে বিষয়ে নিশ্চিত সংস্থা৷ পরিসংখ্যান জানাচ্ছে, সারা বিশ্বের প্রায় ১.৫ বিলিয়ন মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন৷

অন্য রিপোর্টের তথ্য অনুসারে, কিছুদিনের মধ্যেই ফেসবুক বাণিজ্যিক বিজ্ঞাপন প্রদর্শন করতে চলেছে৷ যেটিকে হোয়াটসঅ্যাপের সঙ্গে লিঙ্ক করা হবে৷

কিছুদিন আগেই আয়বৃদ্ধির জন্য একই ধরনের কৌশলে গ্রহণ করেছিল ইনস্টাগ্রাম৷ যার ফলাফল বেশ ইতিবাচক৷ এবার সেই পন্থাকে অনুসরণ করল ফেসবুক৷ প্রায় ৪৫০ মিলিয়ন ইউজার হোয়াটস অ্যাপ স্ট্যাটাস ব্যবহার করে থাকেন, যা ইনস্টাগ্রামের থেকে তুলনামূলকভাবে বেশি (৪০০ মিলিয়ন)৷

ইতিমধ্যেই ইনস্টাগ্রামের স্ট্যাটাসে ইউজাররা বিজ্ঞাপন দেখে থাকবেন৷ ‘ফেসবুকস অ্যাডর্ভাটাইসিং সিস্টেম’এর সৌজন্যেই হোয়াটস অ্যাপ নিয়ে আসতে চলেছে এই বিজ্ঞাপনী প্রক্রিয়াটি৷

সূত্র : কলকাতা টুয়েন্টিফোর।

কেএনইউ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি