ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

এবারও চামড়ার প্রত্যাশিত দাম না পাওয়ার অভিযোগ

তৌহিদুর রহমান

প্রকাশিত : ২১:৪৮, ১৭ জুন ২০২৪

এ বছরও প্রত্যাশিত চামড়ার দাম না পাওয়ার অভিযোগ করলেন খুচরা ও মৌসুমী ব্যবসায়ীরা। আর আড়তদাররা বলছেন, গেলোবারের চেয়ে এবার দাম বাড়তি। তবে ত্রুটিযুক্ত চামড়ার দাম কম বলে জানান তারা। এদিকে, চামড়ার দাম ও মান নিয়ন্ত্রণে সক্রিয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিরা।

দুপুরের পর থেকে বিভিন্ন এলাকার মানুষ নানা পরিবহনে কোরবানির পশুর চামড়া নিয়ে যান গন্তব্যে।

সায়েন্সল্যাব, ঢাকেশ্বরীসহ রাজধানীর অধিকাংশ এলাকা চামড়ার বড় স্তূপে পরিণত হয়।

এবার প্রতি বর্গফুট চামড়ার দাম ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসেবে প্রতি চামড়ায় ২৪ ফুট ধরলে গড় দাম হয় অন্তত ১৪শ’ টাকার বেশি। কিন্তু বাস্তবে কেনা-বেচা হচ্ছে অনেক কম দরে।

মৌসুমী ব্যবসায়ীরা জানান, সরকার তো রেট দিয়েছিল ১০০০-১২শ’ টাকা। কিন্তু আমরা সে দরে বিক্রি করতে পারিনি। ৭-৮ লাখ টাকার গরুর চামড়াগুলো সিন্ডিকেটের কারণে ন্যায্যমূল্যও পাওয়া যায়নি।

তবে আড়তদাররা বলছেন, এবার চামড়ার মান এবং দাম বেড়েছে।

তারা জানান, এবার ৭শ’ টাকা থেকে শুরু হাজার টাকা পর্যন্ত দর পেয়েছে প্রতি চামড়া। আগে যেমন রেট কম ছিল এবার সে তুলনায় বেশি আছে। এ বছর মালের গুণগত মানও খুব ভালো।

চামড়ার মূল্যের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নজরদারী রয়েছে বলে জানান মাঠ প্রতিনিধিরা।

এবার অতিরিক্ত গরম হওয়ায় দ্রুত সময়ে লবণ মেশানোর তাগিদ দিয়েছে আড়তদাররা।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি