ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

এবারের বাজেটে যা কিছু নতুন [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৬, ৭ জুন ২০১৮

এবারের প্রস্তাবিত বাজেটে রয়েছে বেশ কিছু নতুন দিক। এরমধ্যে মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ বিজয় দিবস ও বৈশাখী উৎসব ভাতা দেয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

বেসরকারি চাকরিজীবীদের সার্বজনীন পেনশনও চালু করতে চান মন্ত্রী। ব্যাংক ঋণে জাল-জালিয়াতি রোধে জামানতের তথ্য ভান্ডার চালু কথাও জানিয়েছেন তিনি।

অর্থমন্ত্রী তার টানা দশম বাজেট বক্তৃতায় বলেন, সরকারি সেবা, বিশেষ করে উপবৃত্তির টাকা সহজেই পৌঁছায় দিতে ২০ লাখ টেলিটকের মোবাইল সিম বিতরণ করবে সরকার। প্যাকেজটির নাম দেওয়া হবে মা।

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দেশের যে কোন স্থানে প্লট বা ফ্ল্যাট কিনতে ঋণ সুবিধা রাখা হয়েছে এবারের বাজেটে। ঋণের প্রকৃত সুদের অর্থ পরিশোধ করবে সরকার।

একই সঙ্গে বিদ্যমান সরকারি পেনশন কার্যক্রমের বাইরে বেসরকারি খাতেও পেনশন চালু করতে চান অর্থমন্ত্রী। 

মন্ত্রী জানান, ২০১৮-১৯ থেকে মুক্তিযোদ্ধাদের জন্য বিজয় দিবস ও বৈশাখী উৎসব ভাতা দেয়া হবে।  

এছাড়া জাল-জালিয়াতি রোধে সব ঋণের বিপরীতে জামানত প্রদান সর্ম্পকিত তথ্য ভান্ডার করবে সরকার। ২০১৮-১৯ অর্থবছর থেকেই এ তথ্য ভান্ডার চালু হয়ে যাবে বলে জানান অর্থমন্ত্রী।

বিভিন্ন ধরনের সিকিউরিটিজ ব্যবহারের মাধ্যমে বন্ড মার্কেটের উন্নয়নে ফ্লোটিং রেট ট্রেজারি বন্ড চালু করতে চান অর্থমন্ত্রী।

ভিডিও:

 

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি