এভারেস্টের ‘হিলারি স্টেপ’ ধসে গেছে
প্রকাশিত : ১৯:১১, ২২ মে ২০১৭
বিশ্বের সর্বোচ্চ উঁচু পর্বতমালা এভারেস্টের ‘হিলারি স্টেপ’ খ্যাত অংশটি ধসে গেছে।
চলতি সপ্তাহের শুরুতে ব্রিটিশ পর্বতারোহী টিম মোসডেল এভারেস্টের চূড়ার কাছাকাছি পৌঁছানোর পর প্রথম এ ঘটনা আবিষ্কার করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানান। সম্পূর্ণ খাড়াভাবে উঠে যাওয়া ১২ মিটারের ওই পথ এভারেস্টের চূড়ায় ওঠার সর্বশেষ বড় চ্যালেঞ্জ। ২৯ হাজার ফুট উচ্চতায় এর অবস্থান। ধারণা করা হচ্ছে, ২০১৫ সালে নেপালে ৭.৮ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় ওই অংশটি। ১৯৫৩ সালে প্রথম এভারেস্ট জয় করেন নিউজিল্যান্ডের স্যার এডমুন্ড হিলারির। তার নামেই ওই পথটির নামকরণ করা হয়। এদিকে ৬ দিনের ব্যবধানে দু’বার এভারেস্ট জয় করে রেকর্ড গড়েছেন ভারতের পর্বতারোহী আনশু জামসেনপা।
আরও পড়ুন