ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪

এমটিবি অর্জন করল সিসা ইনফরমেশন সিকিউরিটি’র ‘পিসিআই ডিএসএস’

প্রকাশিত : ১৬:৫৯, ২২ মে ২০১৯

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি সিসা ইনফরমেশন সিকিউরিটি’র পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রী ডাটা সিকিউরিটি স্টান্ডার্ড (পিসিআই ডিএসএস) ভার্শন ৩.২ লেভেল ১ সার্ভিস প্রোভাইডার সার্টিফিকেট অর্জন করেছে।

এই সার্টিফিকেট গ্রাহকের কার্ডের বাড়তি নিরাপত্তা বিধান করে। সফটওয়্যার শপ সার্টিফিকেশন প্রক্রিয়ায় স্থানীয় সহযোগী ও সমন্বয়কারী হিসেবে বিশেষ ভ’মিকা রাখে। এমটিবি’র, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ.খান সিসা ইনফরমেশন সিকিউরিটি’র প্রতিনিধি, ভারত মালিকের হাত থেকে এমটিবি টাওয়ারে অনুষ্ঠিত সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের মাধ্যমে এমটিবি’র পক্ষে সার্টিফিকেটটি গ্রহণ করেন।

পিসিআই ডিএসএস সার্টিফিকেট ডিজিটাল ব্যবস্থায় আর্থিক সেবা প্রদানকারী যে কোন নিয়মানুর্তী প্রতিষ্ঠানের জন্য খুবই সম্মানজনক।এই সার্টিফিকেট গ্রাহকদের কার্ডের তথ্য আরও নিরাপদ করবে। এমটিবি বাংলাদেশের কিছু সংখ্যক ব্যাংকের মধ্যে এমন একটি ব্যাংক যারা ব্যাংকিং-এর ক্ষেত্রে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বজায় রাখে। 

এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এমটিবি’র সৈয়দ রফিকুল হক,উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, গৌতম প্রসাদ দাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক, এ.কে.এম. আহ্সান কবীর, গ্রুপ চীফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার, মো. শাহ্ আলম পাটোয়ারী, গ্রুপ চীফ ইনফরমেশন অফিসার, মো. আনোয়ার হোসেন, হেড অব কার্ডস্, আজম খান, গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার, মো. রবিউল আলম, হেড অব অলটারনেট ডেলিভারি চ্যানেল ও সামিয়া চৌধুরী, ডেপুটি হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট এবং সফ্টওয়্যার শপ লিমিটেড-এর আশীষ চক্রবর্তী, পরিচালক ও চীফ অপারেটিং অফিসার ও সউদ বিন জাহান (সুসান), হেড অব ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস্ সহ সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কেআই/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি