ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

এমপি ফজলে করিম চৌধুরী করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৬, ১৮ আগস্ট ২০২০

করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রামের রাউজানের টানা তিনবারের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। 

পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক সুমন দে এ তথ্য নিশ্চিত করেছেন। করোনা পরীক্ষার পর রিপোর্টে সোমবার তার পজেটিভ শনাক্ত হয়েছে বলে জানান তারা।

তারা বলেন, ‘রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল কর্মকর্তা করোনা টেস্টের জন্য নমুনা পরীক্ষার পর সোমবার বিকালে রিপোর্ট পজেটিভ এসেছে।’

ফজলে করিম বর্তমানে নিজ বাসায় আছেন এবং সকলের দোয়া কামনা করেছেন। এর আগে ১৫ আগস্টের তিনি বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেছিলেন। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি