ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

এমপিওভূক্ত করার দাবিতে সমাবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ২৫ মে ২০১৭ | আপডেট: ১১:৫৪, ২৯ মে ২০১৭

সরকারী নিয়ম অনুযায়ি স্বীকৃতিপ্রাপ্ত সকল বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানকে অবিলম্বে এমপিওভূক্ত করার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি।
সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে সারা দেশ থেকে আগত বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশ গ্রহণে আয়োজিত সমাবেশে এই দাবি করেন তারা।

শিক্ষাব্যবস্থা জাতীয়করন, পাচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী উৎসব ভাতাসহ বেশ কয়েকটি দাবি উত্থাাপন করেন তারা। এসব দাবি আদায়ের লক্ষ্যে ১৫ জুন সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানেরও ঘোষণা দেন তারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি