এমবাপ্পেকে নিয়ে আবারও দলবদলের গুঞ্জন
প্রকাশিত : ২১:৪২, ২২ ডিসেম্বর ২০২২
বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্সের পর কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে রিয়াল মাদ্রিদ। তাকে দলে নিতে ১ বিলিয়ন ইউরো দিতে প্রস্তুত লস ব্লাঙ্কোরা।
কাতার বিশ্বকাপ আসরের অন্যতম সেরা ফরোয়ার্ড ছিলেন কিলিয়ানো এমবাপ্পে। তার অসাধারণ পার্ফমেন্স দলকে শিরোপা জেতাতে না পারলেও ফাইনালে হ্যাটট্রিক করে রেকর্ড গড়েছেন তিনি। সঙ্গে সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুটও করেছেন নিজের নামে। এর আগে ১৯৬৬ সালে বিশ্বকাপ ফাইনালে প্রথম হ্যাটট্রিক গোল করার রেকর্ড করেছিলেন ইংল্যান্ডের জিওফ হার্স্ট।
এমবাপ্পেকে নিয়ে অনেক আগ থেকেই গুঞ্জন ছিল তাকে দলে ভেড়াতে চায় রিয়াল মাদ্রিদ। এমনকি এতে মৌখিক সম্মতিও ছিল ফরাসি এই ফরয়োর্ডের বলে জানিয়েছিল ইউরোপের গণমাধ্যমগুলো। বিশ্বকাপের পর এ গুঞ্জন আরও জোরালো হতে শুরু করেছে। রিয়াল মাদ্রিদ ২০২৩ মৌসুমে তাকে দলে নিতে ১ বিলিয়ন ইউরো দেয়ার প্রস্তাব দিয়েছে পিএসজিকে। এখনও এ ব্যপারে কোন সিদ্ধান্ত জানায়নি প্যারিসিয়ানরা।
এদিকে বিশ্বকাপ ফাইনাল খেলায়, ছুটি নেয়ার আরও সুযোগ ছিল এমবাপ্পের কাছে। তবে সে সুযোগটা কাজে লাগাননি পিএসজি তারকা। ফাইনাল খেলার ৬৩ ঘণ্টার মধ্যেই পিএসজির অনুশীলনে ফিরেছেন বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা এই ফরাসি তারকা।
বুধবার (২১ ডিসেম্বর) পিএসজির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় দেখা গেছে, তিনি দলে যোগ দিচ্ছেন যখন, তাকে বরণ করে নিয়েছেন পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের।
এমএম/