ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

এমিলিকে ছাড়িয়ে সাবিনার মাইলফলক

প্রকাশিত : ২২:৪৭, ১৭ মার্চ ২০১৯ | আপডেট: ২২:৫৬, ১৭ মার্চ ২০১৯

চীনের সর্বোচ্চ পর্যায়ের একটি ক্লাবে খেলার ডাক পেয়ে সাতক্ষীরার নারী ফুটবলার এখন চীন যাওয়ার অপেক্ষায়। এর আগেও মালদ্বীপ-ভারত মাতানো সাবিনা এখন সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নেপালে। নেপালেই সাফের সেমি ফাইনাল নিশ্চিত করেছে সাবিনা-মান্ডা-মৌসুমীরা। সাবিনার গোলে ভুটানকে হারিয়ে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফের শেষ চারে জায়গা করে নিয়েছে লাল-সবুজরা। বাঘিনীদের হয়ে দুর্দান্ত এক গোল করেছেন সাবিনা খাতুন।

তার এই গোলে আরেকটি নজির স্থাপন করলেন এই অধিনায়ক। আন্তর্জাতিক ফুটবলে লাল-সবুজ জার্সি পরে তিনি বল জালে পাঠিয়েছেন ১৯ বার। দেশের ফুটবল ইতিহাসে যা সর্বোচ্চ। সর্বোচ্চ বলতে নারী-পুরুষ উভয়কে বোঝানো হয়েছে।

অর্থাৎ তিনি আগেই ছাড়িয়ে গেছেন দেশের পুরুষ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হিসেবে জায়গা করে নেয়া সাবেক অধিনায়ক ও বর্তমানে মোহামেডানের তারকা ফুটবলার জাহিদ হাসান এমিলিকে। এমিলির গোলসংখ্যা ১৫। আর সাবিনার ১৯। ধারাবাহিক সাফল্যে তিনি রেকর্ডের পাশাপাশি মাইলফলক স্থাপন করেছেন।

এমন সাফল্যই তাকে আন্তর্জাতিক ক্লাব ফুটবলেও সুযোগ করে দিচ্ছে। এইতো চায়নিজ তাইপের প্রিমিয়ার লিগের হ্যাং ইউয়ান ফুটবল ক্লাবের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি।

বয়সভিত্তিক, ঘরোয়া ফুটবল-ক্লাব, ফুটসাল বা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ বলেন সব মিলিয়ে তার ক্যারিয়ার গোলসংখ্যা কত জানেন? ১১৪ ম্যাচে ৩২৪! এমনি এমনি তো তাকে ‘বাংলার মেসি’ বলা হয়না।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি