ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫

‘এরশাদকে দাফন করা হবে বনানীর সামরিক কবরস্থানে’

প্রকাশিত : ১২:১১, ১৪ জুলাই ২০১৯ | আপডেট: ১২:১৫, ১৪ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে এইচ এম এরশাদকে। জাতীয় পার্টির মুখপাত্র সুনীল শুভ রায় বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী মঙ্গলবার বনানীর সামরিক কবরস্থানে এইচ এম এরশাদকে দাফন করা হবে।   

আজ জোহরের নামাজের পর সেনা কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা শেষে সিএমএইচ-এর হিমঘর রাখা হবে মৃতদেহ।

পরে আগামীকাল (সোমবার) সাড়ে দশটায় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা এবং আছরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এরপরের দিন অর্থ্যাৎ মঙ্গলবার সকালে রংপুরে তার জানাজা শেষে ঢাকার বনানীতে সামরিক কবরস্থানে সমাহিত করা হবে।

উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে এরশাদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অনেকে।

তথ্যসূত্র : বিবিসি বাংলা

এমএইচ/এসএ

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি