এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোট ইসিতে
প্রকাশিত : ১১:৪৬, ৭ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:১০, ৭ নভেম্বর ২০১৮
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে নির্বাচন কমিশন কার্যালয়ে পৌছেছে সম্মিলিত জাতীয় জোটের নেতৃবৃন্দ। নির্বাচন প্রাক্কালে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার জন্য কমিশনে আসে এই জোট।
বুধবার সকাল ১১টায় পূর্ব নির্ধারিত বৈঠকে অংশ নিতে কমিশন কার্যালয়ে আসেন হুসেইন মোহাম্মদ এরশাদ। কমিশন কার্যালয়ে এসে পৌছালে দলীয় ও জোটের নেতাকর্মীরা তাকে অভ্যুর্থনা জানান।
এরশাদের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকে অংশগ্রহণ করেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব অধ্যাপক এমএ মোমেন, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক প্রমুখ।
এরশাদের সঙ্গে আলোচনার জন্য সকাল ১১টা ১৪মিনিটে কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সিইসির সঙ্গে ছিলেন কমিশনের কমিশনার কবিতা খানম, রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব) শাহাদত হোসেন, মাহমুব তালুকদার এবং কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ।
একে//
আরও পড়ুন