ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

এল ক্লাসিকোতে অনিশ্চিত ‘সিআরসেভেন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ২২ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৩:১৪, ২২ ডিসেম্বর ২০১৭

আবারও এলো ক্লাব ফুটবলের মহারণ এল-ক্লাসিকো। আগামীকাল শনিবারে মাঠে নামছে দুই স্পেনিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। আর এই মহারণে রিয়াল মাদ্রিদের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ক্লাব বিশ্বকাপের ফাইনালে গ্রেমিওর বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা ম্যাচে চোট পান রোনালদো। তারপর থেকে দলের সঙ্গে অনুশীলন করেননি এই পর্তুগিজ ফরোয়ার্ড।

লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে থেকে এই ক্লাসিকোয় খেলতে নামবে এক ম্যাচ কম খেলা রিয়াল। এমন অবস্থায় এই ম্যাচে হারলে দলের লিগ জয়ের সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাবে। তাই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো না খেলতে পারলে গতবারের চ্যাম্পিয়নদের জন্য হবে বিশাল এক ধাক্কা।

 

সূত্র : সিবিএস স্পোর্টস

 

//এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি