এলপিএল খেলতে দেশ ছাড়লেন লিটন
প্রকাশিত : ১৯:০৪, ১২ আগস্ট ২০২৩
চলমান লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে আজ দুপুরে দেশ ছাড়লেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।
চলমান এলপিএলে বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসানের দল গল টাইটান্সের হয়ে খেলবেন লিটন। গল টাইটান্স দলে আরেক বাংলাদেশি হিসেবে আছেন ব্যাটার মোহাম্মদ মিঠুন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে বিমানের আসনে বসা নিজের একটি সেলফি পোস্ট করে লিটন লিখেছেন, ‘কলম্বোর পথে।’
সদ্যই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে দেশে ফিরেন লিটন। টুর্নামেন্টে সারে জাগুয়ার্সের হয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ৮ ম্যাচে ২১ দশমিক ৭১ গড় ও ১০০ দশমিক ৬৬ স্ট্রাইক রেটে ১৫২ রান করেন লিটন।
ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ নিতে পারেনি লিটনের দল সারে জাগুয়ার্স।
এবারের এলপিএলে খেলেছেন আরেক বাংলাদেশি ব্যাটার তাওহিদ হৃদয়। ৮ আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্র থাকায় সদ্যই দেশে ফিরেছেন তিনি। জাফনা কিংসের হয়ে ৬ ম্যাচে ১টি হাফ-সেঞ্চুরিতে দলের পক্ষে সর্বোচ্চ ১৫৫ রান করেছেন হৃদয়।
এলপিএলে গল টাইটান্সের হয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৮৩ রান ও ৬ উইকেট নিয়েছেন সাকিব। এখনও ম্যাচ খেলার সুযোগ হয়নি মিঠুনের।
কেআই//