৩৮ তম বিসিএস
এলোপাতাড়ি নয়, রিভিশন দিন রুটিন মেনে
প্রকাশিত : ১৫:১৯, ৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:৫৪, ১১ ডিসেম্বর ২০১৭
৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত রিজু তামান্না।
৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা একেবারে সন্নিকটে। এ মাসের ২৯ তারিখেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মহা গুরুত্বপূর্ণ এ পরীক্ষা। যারা ৩৮তম বিসিএস পরীক্ষা দিবেন তাদের উচিত সময়কে সঠিকভাবে কাজে লাগানো। এবারের বিসিএস প্রিলিমিনারির পরীক্ষায় আবেদন করেছেন তিন লাখ ৪৬ হাজার ৫৩২ জন শিক্ষার্থী।
এ সব পরীক্ষার্থীদের মধ্যে এগিয়ে থাকতে আপনি শেষ সময়ে কীভাবে পড়বেন এ বিষয়ে পরামর্শ দিয়েছেন ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত রিজু তামান্না। তার টিপস্ নিয়ে লিখেছেন একুশে টিভি অনলাইনের রিপোর্টার মো. মাহমুদুল হাসান ।
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যেহেতু প্রশ্ন ও উত্তর উভয়টিই দেওয়া থাকে সেজন্য সর্তকতার সাথে সঠিক বৃ্ত্তটি ভরাট করতে হবে।
প্রিলির জন্য বাকী যে ক’দিন রয়েছে এ সময়ে পড়াশুনার কোনো বিকল্প নেই। শুধু পড়ে যেতে হবে।
পরীক্ষায় আসা প্রশ্ন নিশ্চিত হয়ে দাগাতে হবে। কোনোভাবেই ভুল উত্তর দাগানো যাবে না। আর এ সময়ে আপনি চাইলে মডেল টেস্ট দিতে পারেন। এতে আপনি নিজেকে যাচাই করতে পারবেন।
আপনি চাইলে প্রতিদিন একটি করে মডেল টেস্ট দেওয়ার পাশাপাশি নিম্নের পদ্ধতি অনুসরণ করে পড়তে পারেন। পদ্ধতিটি হলো-
১ম দিন - বাংলা এবং বাংলা ব্যাকরণ।
২য় দিন - ইংরেজি এবং ইংরেজি সাহিত্য।
৩য় দিন - সাধারণ জ্ঞান বিষয়ের বাংলাদেশ বিষয়াবলি।
৪র্থ দিন - সাধারণ জ্ঞান বিষয়ের আন্তর্জাতিক বিষয়াবলি।
৫ম দিন - গণিত ও মানসিক দক্ষতা বিষয়টি অনুশীলন।
৬ষ্ঠ দিন - সাধারণ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি।
৭ম দিন - ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা।
৮ম দিন - নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন।
এভাবে বিষয়ভিত্তিক পড়ার পাশাপাশি আপনি যদি একটি করে মডেল টেস্ট দিতে পারেন, তাহলে আপনার দুর্বলতা দূর হবে এবং আত্মবিশ্বাসী হতে পারবেন।
এম/এমআর
আরও পড়ুন