ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

এশিয়া কাপে সর্বকালের সেরা ৫ ব্যাটসম্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৪, ১৫ সেপ্টেম্বর ২০১৮

শুরু হয়েছে এশিয়া কাপের ১৪তম আসর। এবারের আসরে প্রথম ম্যাচেই সেঞ্চুর হাঁকিয়ে বাজিমাত করেছেন বাংলাদেশি ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার অনবদ্য ১৪৪ রানের উপর ভর করে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে টিম বাংলাদেশ। বাকি ১৩ আসরের বিভিন্ন আসর মাতিয়েছেন এমন ক্রিকেটারদের নিয়েই আমাদের আজকের আয়োজন।

সনাথ জয়সুরিয়া (শ্রীলংকা)

ম্যাচ : ২৫

রান : ১২২০

গড় : ৫৩.০৪

সেঞ্চুরি : ৬টি

হাফ সেঞ্চুরি : ৩টি

সর্বোচ্চ : ১৩০

কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা)

ম্যাচ : ২৪

রান : ১০৭৫

গড় : ৪৮.৮৬

সেঞ্চুরি : ৪টি

হাফ সেঞ্চুরি : ৮টি

সর্বোচ্চ : ১২১

শচীন টেন্ডুলকার (ভারত)

ম্যাচ : ২৩

রান : ৯৭১

গড় : ৫১.১

সেঞ্চুরি : ২টি

হাফ সেঞ্চুরি : ৭টি

সর্বোচ্চ : ১১৪

বিরাট কোহলি (ভারত)

ম্যাচ : ১৬

রান : ৭৬৬

গড় : ৬৩.৮৩

সেঞ্চুরি : ৩টি

হাফ সেঞ্চুরি : ২টি

সর্বোচ্চ : ১৮৩

অর্জুনা রানাতুঙ্গা (শ্রীলংকা)

ম্যাচ : ১৯

রান : ৭৪১

গড় : ৫৭

সেঞ্চুরি : ১টি

হাফ সেঞ্চুরি : ৬টি

সর্বোচ্চ : ১৩১


এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি