ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

এশিয়া কাপের পাকিস্তান দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ১ সেপ্টেম্বর ২০১৮

আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক আজহার আলীর।

বৃহস্পতিবার প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক ১৮ সদস্যের দল ঘোষণা করেন। মূল দল ঘোষণার আগে ২৬ জনের প্রাথমিক দল নিয়ে হয়েছে প্রাথমিক প্রস্তুতি পর্ব।

এই ১৮ সদস্যের দল নিয়ে লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে ৩ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে চূড়ান্ত প্রশিক্ষণ পর্ব।

সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৫-২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়ার বিশ্বকাপ হিসেবে পরিচিত এই টুর্নামেন্ট। আসন্ন এই এশিয়া কাপে পাকিস্তানের গ্রুপে আছে চির প্রতিদ্বন্দ্বী ভারত। ১৯ সেপ্টেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এর আগে বৃহস্পতিবার মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। আজ শনিবার দল ঘোষণা করার কথা রয়েছে ভারতের।

১৮ সদস্যের দল

ফখর জামান, ইমামুল হক, শান মাসুদ, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ইমাদ ওয়াসিম, হাসান আলী, ওসমান খান শেনওয়ারী, মোহাম্মদ আমির, জুনায়েদ খান, শাহীন শাহ আফ্রিদি এবং ফাহিম আশরাফ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি