ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

এশিয়া কাপের ফাইনাল হাসিটা বাংলাদেশের?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০১৮

শেখ জায়েদ স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে যখন বাংলাদেশ ব্যাটিংয়ে নামে, তখন ফাইনালে খেলার স্বপ্ন দেখছিল ভক্তরা। তবে টসে গিয়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানালেন সাকিবের অনুপস্থিতির কথা। চোটের কারণে সাকিবকে এশিয়া কাপে আর পাচ্ছে না বাংলাদেশ। ফলে অনেকেই ভাবছিলেন, সাকিব-তামিম ছাড়া বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে জয় পাবে কীভাবে। সেটিই করে দেখিয়েছেন মুশফিক-মুস্তাফিজরা।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১২ রানেই তিন উইকেট নেই বাংলাদেশের। তবে এটি যেন এশিয়া কাপে বাংলাদেশের নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। চতুর্থ উইকেটে মোহাম্মদ মিঠুনকে নিয়ে মুশফিকের ১৪৪ রানের জুটি পথ দেখায় বাংলাদেশকে। স্কোর বোর্ডে ২৩৯ রান জমা হতেই গুটিয়ে যায় বাংলাদেশ। তবে বোলিংয়ে এসে পাকিস্তানকেও একইভাবে বিপদে ফেলেন তাঁরা। মুস্তাফিজ-মিরাজের নিয়ন্ত্রিত বোলিং এবং মাহমুদউল্লাহ রিয়াদের মিতব্যয়ী ওভারগুলোর কাছে হার মেনেছে পাকিস্তান। রুবেলের বলে শোয়েব মালিকের ক্যাচ নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মাশরাফি। সেই মোড়কে আবার সোজা করতে চেষ্টা করেছিলেন আসিফ ও ওপেনার ইমাম। তবে শেষ রক্ষা হয়নি পাকিস্তানের। ৩৭ রানের নিরাপদ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।

এখন ক্রিকেট ভক্তদের মনে একটাই প্রশ্ন। শেষ হাসিটা আসলে কারা হাসবে। ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে মাত্র ২ রানে জয় পায় পাকিস্তান। গত এশিয়া কাপেও ভারতের বিপক্ষে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেই টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেটের নিরাপদ জয় পায় পাকিস্তান। এবার তৃতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি