ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

এশিয়া কাপের ভেন্যু নিয়ে অচলাবস্থা কাটছে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ৬ ফেব্রুয়ারি ২০২৩

২০২৩ এশিয়া কাপের ভেন্যু নিয়ে অচলাবস্থা কাটছে না। এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে, সেখানে খেলতে যাবে না ভারত। এনিয়ে গত একটি বছর বার বার সভায় বসেও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছে না এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এসিসি। 

এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তানে না এলে পাকিস্তান দলও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে হুশিয়ারি পিসিবি’র।

এশিয়া কাপ মানেই ভারত-পাকিস্তানের মহা লড়াই। মাঠে ব্যাট-বল হাতে লড়াইটা শুধুই ছিল জয়-পরাজয়ের। তবে, এবার ২০২৩ এশিয়া কাপ মাঠে গড়ানোর আগেই ভারত-পাকিস্তানের লড়াইটা শুরু হয় ভেন্যু নিয়ে।  

এসিসি পূর্বের নির্ধারিত মতে, আগস্ট-সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। তবে, ভারত আগেই জানিয়ে দিয়েছে তারা পাকিস্তানে যাবে না। যার ফলে দেখা দেয় বিপত্তি। এর পাল্টা হুমকিও দিয়েছিল পাকিস্তান। তারা জানায়, যদি ভারত পাকিস্তানে এসে এশিয়া কাপ না খেলে তবে তারাও ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে না।

এ নিয়ে দুই বোর্ডের মধ্যকার সম্পর্ক আরও শীতল করতে কয়েক ধাপে বৈঠক করেছেন এসিসির সভাপতি ও বিসিবিআই সচিব জয় শাহ আর পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। বৈঠকের পরও মিলছেনা সমধান। 

পাকিস্তানের মাটিতে বহুপক্ষীয় টুর্নামেন্ট আয়োজনের জটিলতা এখনই সমাধান করতে চায় পিসিবি। নয়তো ভবিষ্যতের জন্য বিপরীত দৃষ্টান্ত তৈরি হয়ে থাকবে। কেননা, ২০২৩ এশিয়া কাপের পাশাপাশি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত পাকিস্তানের। 

মার্চে আবারও আলোচনায় বসবেন এশিয়ার ক্রিকেটের নিয়ন্ত্রকরা। সেখানেই চূড়ান্ত হবে এবারের এশিয়া কাপের ভেন্যু।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি