ঢাকা, রবিবার   ২৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণ বিষয়ক মিটিং অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ২২ মার্চ ২০২৫ | আপডেট: ২০:৫০, ২২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সম্প্রতি মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি (এপিইউ) এবং বাংলাদেশের স্বনামধন্য স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম নূর ট্র্যাভেল করপোরেশন এর সাথে এক গুরুত্বপূর্ণ মিটিং সেশন অনুষ্ঠিত হয়েছে। 

এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির আমন্ত্রণে মালয়েশিয়ায় এই মিটিং সেশন অনুষ্ঠিত হয়। 

সেশনে একে অপরের সঙ্গে শিক্ষার্থীদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা, সুযোগ-সুবিধা, স্কলারশিপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি (এপিইউ) মালয়েশিয়াতে পড়ালেখা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য একাধিক আকর্ষণীয় স্কলারশিপ স্কিম, কোর্স অফার এবং অভ্যন্তরীণ সুযোগ-সুবিধা দিচ্ছে। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, আধুনিক শিক্ষাব্যবস্থা এবং বৈশ্বিক শিল্পের সঙ্গে সংযুক্ত শিক্ষাদান ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে, যা তাদের আন্তর্জাতিক চাকরির বাজারে প্রতিযোগিতামূলক হতে সহায়ক হবে।

মিটিংয়ে নূর ট্র্যাভেল করপোরেশন এর সিইও আবু মুসা জানান, “আমরা এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরও জোরদার করতে চাই। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মালয়েশিয়াতে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য প্রতিটি ক্ষেত্রে সহায়তা প্রদান করা এবং তাদের একটি মানসম্মত এবং উন্নত ক্যারিয়ার গঠনে সহায়তা করা।"

এছাড়াও মিটিংয়ে শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা, উচ্চতর গবেষণার সুযোগ এবং নানান স্কলারশিপ স্কিম এর সুবিধা নিয়ে আলোচনা করা হয়। এপিইউ এর বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি সদস্যদের সঙ্গে সংযোগ স্থাপন, ক্যাম্পাস ট্যুর এবং অন্যান্য তথ্য আদান-প্রদানও ছিলো এই সেশনের গুরুত্বপূর্ণ অংশ।

নূর ট্র্যাভেল করপোরেশন আগামীতে মালয়েশিয়ায় আরও শিক্ষার্থী প্রেরণের লক্ষ্যে বিভিন্ন ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করছে, যেখানে শিক্ষার্থীরা মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেলিব্রেটি ফ্যাকাল্টি এবং শিক্ষাদানের নীতি সম্পর্কে আরও জানতে পারবেন। 

মিটিং শেষে শিক্ষার্থীরা মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা গ্রহণের প্রক্রিয়া, স্কলারশিপ সুবিধা, ভিসা প্রক্রিয়া এবং অন্যান্য সাপোর্ট সেবার বিস্তারিত জানতে পারেন। নূর ট্র্যাভেল করপোরেশন এ বিষয়ে শিক্ষার্থীদের পূর্ণ সহায়তা প্রদান করবে, যাতে তারা সহজে তাদের স্বপ্নের ক্যারিয়ার গঠন করতে পারে।

মালয়েশিয়ায়, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি তে উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহী শিক্ষার্থীরা সর্বদা নূর ট্র্যাভেল করপোরেশন এর মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তা গ্রহণ করতে পারবেন।

মিটিং সেশনে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন- মো. আনিসুর রেহমান (সিনিয়র ডিরেক্টর, স্টুডেন্ট সার্ভিস), মো. আলী (রিজিওনাল ম্যানেজার, সাউথ এশিয়া এবং মিডল ইস্ট), মো. হামজা ইসলাম (রিজিওনাল রিপ্রেজেনটেটিভ) এবং আহমেদ আফসান হানিফ (রিজিওনাল রিপ্রেজেনটেটিভ)। এছাড়া নূর ট্র‍্যাভেল করপোরেশনের সিইও আবু মুসা মো. আয়াতুল্লাহ উপস্থিত ছিলেন। 

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি