ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক সাইফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৩, ২৮ সেপ্টেম্বর ২০২৩

চীনের হাংজুতে চলমান ১৯তম এশিয়ান গেমসের জন্য আজ বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল চীনের উদ্দেশ্যে দেশ ছাড়বে দলটি।

এশিয়ান গেমসের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র একবার স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ২০১০ সালে চীনের গুয়াংজুতে পুরুষ ইভেন্টে সেরা হয়েছিলো বাংলাদেশ। ২০১৪ ইনচনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ব্রোঞ্জপদক জিতেছিল বাংলাদেশ।

সাইফ হাসান নেতৃত্বাধীন দলে আছে  ইতোমধ্যে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া আফিফ হোসেন, ইয়াসির আলী, পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, মাহমুদুল হাসান জয় এবং অন্যান্য খেলোয়াড়দের।

বাংলাদেশ দল : সাইফ হাসান (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, রকিবুল হাসান, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ, সুমন খান, জাকের আলি অনিক, নাহিদ রানা, রিপন মন্ডল, হাসান হাসান মুরাদ, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন। বাসস

এমএম//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি