ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

এশিয়ান গেমসে ৯ গোল দিয়ে মেসি-রোনাল্ডোকে ছাপিয়ে শ্যানচেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৩, ২৩ আগস্ট ২০১৮

এশিয়ান গেমসে নয় গোল দিয়ে হঠাৎই আলোচনায় চলে এসেছেন চীনা ফুটবল দলের নারী স্ট্রাইকার ওয়াং শ্যানচেন। আন্তর্জাতিক ফুটবলে নয় গোল নেই খোদ মেসি-রোনাল্ডোরও। তাই তো মেসি-রোনাল্ডোকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় স্ট্রাইকারে পরিণত হয়েছেন শ্যানচেন।

সোমবার তাজিকিস্তানকে ১৬-০ গোলে হারায় চীন। ওই ম্যাচে শুরুতে সাইড বেঞ্চে বসেছিলেন শ্যানচেন। তবে নেমেই একের পর এক বল পাঠাতে থাকেন তাজিকিস্তানের জালে। দলটির গোলকিপারও যেন ব্যস্ত ছিল বল কুড়ানোয়। ইন্দোনেশিয়ার দর্শকরাও শ্যানচেনের গোল উদযাপন উপভোগ করেছে দারুণভাবে।

এদিকে এশিয়ান গেমসের প্রথম খেলায় হংকংকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে যাত্রা শুরু করে চীন।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি