ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

এশিয়ান গেমসের হকিতে শুভ সূচনা বাংলাদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২২, ২০ আগস্ট ২০১৮

এশিয়ান গেমসের হকিতে প্রথম ম্যাচে ওমানকে হারিয়েছে শুভসূচনা করেছে বাংলাদেশ। জিবিকে স্টেডিয়ামে রোববার ‘বি’ পুলের ম্যাচে ওমানকে ২-১ গোলে হারায় আরশাদ-আশরাফুলরা। আরশাদ হোসেন ও আশরাফুল ইসলাম প্রত্যেকে একটি করে গোল করেন।

প্রথম কোয়ার্টারের ১৪ মিনিটে আরশাদের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টার গোল পায় দুই দলই। খেলার ২৩ মিনিটে সমতায় ফেরে ওমান। চার মিনিটে পর পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে দলকে ফের এগিয়ে নেন আশরাফুল।

পরের দুই কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি। এতেই জয় নিশ্চিত হয় টাইগারদের। আগামী বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি