ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখতে নামছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৪, ৩০ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ২১:১৮, ৩০ সেপ্টেম্বর ২০২২

সিলেটে নারী এশিয়া কাপের পর্দা উঠছে শনিবার। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। এশিয়ান শ্রেষ্ঠত্বের এই আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টাইগ্রেসরা। ঘরের মাঠে এই ধারা ধরে রাখতে চায় নিগার-সুলতানার দল। 

সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শনিবার (১ অক্টোবর) সকাল ৯টায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। সব ম্যাচ জিতে শিরোপা নিয়েই দেশে ফিরেছে তারা। জয়ের সেই ধারাবাহিকতা ঘরের মাঠেও ধরে রাখতে চায় বাংলার মেয়েরা।

সর্বশেষ এশিয়া কাপ হয়েছিল ২০১৮ সালে। সেবার কুয়ালালামপুর থেকে প্রথমবারের মতো এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট নিয়েই ঘরে ফিরেছিল টাইগ্রেসরা। করোনার কারণে প্রায় চার বছর পর মাঠে গড়াচ্ছে এশিয়ার বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্ট। 

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় ঘরের মাঠে জ্যোতি-পিঙ্কিদের জন্য ট্রফি ধরে রাখাটাও বড় চ্যালেঞ্জ। তবে এসব মাথায় না নিয়ে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়ার পরিকল্পনা বাংলাদেশের।

এদিকে, বিশ্বকাপ কোয়ালিফায়ারের গ্রুপ পর্বে স্বাভাবিকভাবে হারলেও সেমিতে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল থাইল্যান্ড। এবার তাই প্রতিশোধের সুযোগ হাতছাড়া করতে চায় না তারা।

অন্যদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে দুপুর দেড়টায় শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ছয় বারের চ্যাম্পিয়ন হারমান প্রীতের ভারত।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি