ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

এস আলম ও তার ৬ ভাইসহ ১৩ জনের ব্যাংক হিসাব তলব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ২৬ আগস্ট ২০২৪

মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম এবং তার ছয় ভাইসহ মোট ১৩ জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ব্যাংক দখল করে নামে-বেনামে বিপুল অঙ্কের ঋণ নিয়ে পাচার করার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।

সোমবার এস আলমদের ব্যাংক হিসাব তলব সংক্রান্ত চিঠি দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে। সেখানে প্রত্যেকের মা-বাবার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বরসহ বিভিন্ন তথ্য সংযুক্ত করে প্রত্যেকের ব্যবসায়ীক ব্যক্তিগতসহ সব ধরনের হিসাবের লেনদেনসহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, এস আলমের বাবার নাম মোজাহেরুল আনোয়ার ও মা চেমন আরা বেগম। এস আলম ছাড়াও যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তাদের মধ্যে এস আলমের স্ত্রী ফারজানা পারভীন, দুই ছেলে- আহসানুল আলম ও আশরাফুল আলম রয়েছেন।

এস আলমের ভাইদের মধ্যে রয়েছেন- মোহাম্মদ আব্দুল্লাহ হাসান, ওসমান গনি, আবদুস সামাদ, রাশেদুল আলম, সহিদুল আলম ও মোরশেদুল আলম।

এছাড়া এস আলমের পরিবারের সংশ্লিষ্ট হামিদুর রহমানের ছেলে মিসকাত আহমেদ, আবুল কাশেমের মেয়ে ফারজানা বেগম ও ফৈরদৌসুল কবিরের মেয়ে শাহানা ফৈরদৌস তালিকায় রয়েছেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি