ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

এসআইবিএল নিয়ে এলো তিনটি নতুন আকর্ষণীয় সঞ্চয় স্কিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৪, ২ নভেম্বর ২০২৩

জনমানুষের প্রয়োজনে আবারও পাশে দাঁড়িয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। নিয়ে এসেছে তিনটি সময়োপযোগী আকর্ষণীয় সঞ্চয় স্কিম।

১ নভেম্বর প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম নতুন এই সঞ্চয় স্কিমগুলো উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ। এসময় ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানগণসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের আঞ্চলিক প্রধানগণ, শাখা ব্যবস্থাপকবৃন্দ ও উপশাখার ইনচার্জগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। স্কিমগুলো হলো মুদারাবা অগ্রিম মুনাফা সঞ্চয় হিসাব, মুদারাবা সর্বোচ্চ মুনাফা হিসাব এবং মুদারাবা ঐচ্ছিক হিসাব।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, মুদারাবা অগ্রিম মুনাফা সঞ্চয় হিসাবে সর্বনিম্ন পাঁচ লাখ টাকা জমার বিপরীতে এক বছরের মুনাফা অগ্রিম প্রদান করা হবে। মুদারাবা সর্বোচ্চ মুনাফা হিসাবে সর্বনিম্ন আট লাখ টাকা জমা দিয়ে মাত্র ছয় বছরে সঞ্চিত আমানতের সম্ভাব্য দ্বিগুণ টাকা প্রদান করা হবে। আবার মুদারাবা ঐচ্ছিক হিসাবের আওতায় মাত্র ৫,০০০ টাকা অথবা ৫,০০০ টাকার গুণিতক অংকের টাকা দিয়ে হিসাব খুলে গ্রাহকগণ যেকোনো সময় যেকোনো পরিমাণ টাকা জমা করতে পারবেন এবং এক বছর মেয়াদি এই হিসাবে দৈনিক ভিত্তিতে মুনাফা প্রদান করা হবে।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি