
সোস্যাল ইসলামী ব্যাংক- এসআইবিএলএ'র পক্ষে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করলো রহিম আফরোজের অঙ্গ প্রতিষ্ঠান রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন-আরএসএফ।
শনিবার মানিকগঞ্জের ঝিটকা বাজারে এই এজেন্ট শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেসময় এসআইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান বলেন, বেসরকারি বানিজ্যিক ব্যাংকগুলোর পক্ষে গ্রামীণ জনগোষ্ঠিকে সরাসরি সেবা দেয়া সম্ভব নয়। তাই আরএসএফের মতো এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু হলে দেশের সব মানুষকে ব্যাংকিং দেয়া সম্ভব বলেও জানান তিনি। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।