ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪

এসএমজি,রকেট লঞ্চার,হ্যান্ড গ্রেনেডসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ২ জুন ২০১৭ | আপডেট: ১৯:২৭, ২ জুন ২০১৭

নারায়ণগঞ্জের রুপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে এসএমজি, রকেট লঞ্চার, হ্যান্ড গ্রেনেডসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে। সম্প্রতি আটক হওয়া এক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ’সব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়। গত বছর রাজধানীর দিয়াবাড়ীতে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধারের ঘটনার সাথে রুপগঞ্জের ঘটনার মিল আছে বলে মনে করছে পুলিশ। নাশকতার জন্য এ’সব অস্ত্র ও গোলাবারুদ মজুদ করা হয়েছিল বলে জানিয়েছেন পুলিশের আইজি।
বৃহষ্পতিবার গভীর রাত থেকে নারায়ণগঞ্জের রুপগঞ্জে পূর্বাচল এলাকায় অভিযান শুরু করে জেলা পুলিশ। পরে ঢাকা থেকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে যান। শুক্রবার সকাল পর্যন্ত চলে অভিযান।
পূর্বাচলের জলাভূমি থেকে ৬২টি এসএমজি, ৪৪টি ম্যাগাজিন, ৫টি পিস্তল, বিপুল সংখ্যক গুলি, দু’টি রকেট লঞ্চার, ৪২টি হ্যান্ড গ্রেনেড, দু’টি ওয়াকিটকি, গোলাবারুদ ও বিপুল পরিমাণ টাইমার ডিভাইস উদ্ধার করা হয়।
কিছুদিন আগে আটক হওয়া এক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ’সব অস্ত্রের সন্ধান মেলে বলে জানিয়েছে পুলিশ।
গত বছর রাজধানীর দিয়াবাড়ীতে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধারের সঙ্গে রুপগঞ্জের ঘটনার মিল রয়েছে বলে ধারণা করছে পুলিশ।
অভিযানের খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশের আইজিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস খতিয়ে দেখা হবে বলেও জানান পুলিশ প্রধান।  
অভিযান শেষে ৪২টি হ্যান্ড গ্রেনেড নিস্ত্রিয় করে বোম ডিসপোজাল টিম।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি