ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮০.৩৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০২, ৪ মে ২০১৭ | আপডেট: ১৯:২০, ৪ মে ২০১৭

Ekushey Television Ltd.

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পসের হার ৮০ দশমিক তিন পাঁচ শতাংশ। জিপিএ-ফাইভ  পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭শ’ ৬১ জন। অন্যান্য বছরের তুলনায় কমেছে পাসের হার ও জিপিএ ফাইভের সংখ্যা। নতুন পদ্ধতিতে পরীক্ষার খাতা যথাযথ মূল্যায়ন করায় এমনটি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
দশটি বোর্ডের অধীনে এবার এসএসসি, দাখিল ও কারিগরী পরীক্ষায় অংশ নেয়, ১৭ লাখ ৮১ হাজার ৯৬২ শিক্ষার্থী; এরমধ্যে পাস করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন। তবে গেলো বছরের তুলনায় এবার পাসের হার যেমন কমেছে, তেমনি জিপিএ-ফাইভ কমেছে প্রায় ৫ হাজার। সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।
এবার ঢাকা বোর্ডে পাসের হার ৮৬. ৩৯’, চট্টগ্রাম বোর্ডে ৮৩.৯৯, রাজশাহী বোর্ডে ৯০.৭০,
ও সিলেটে ৮০.২৬। বরিশাল বোর্ডে পাসের হার ৭৭.২৪, কুমিল¬ায় ৫৯.০৩ ও দিনাজপুরে বোর্ডে পাসের হার ৮৩.৯৮। যশোরে পাস করেছে ৮০.০৪, কারিগরী শিক্ষাবোর্ডে ৭৮.৬৯ এবং মাদ্রাসা বোর্ডে ৭৬.২০শতাংশ। সারাদেশের ৯৩টি স্কুলের কোনো শিক্ষার্থী কৃতকার্য হয়নি।
পাসের হার কমার পেছনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী। এর মধ্যে পরীক্ষার খাতা মূল্যায়নে পদ্ধতি পরিবর্তন গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
শিক্ষার মানোন্নয়নে পরীক্ষা, খাতা মূল্যায়নসহ পাঠদান প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার আহবান শিক্ষামন্ত্রীর।
২৩ টি বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষার খাতা অভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করা হয়েছে এ বছর।



 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি