ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ১২ জুন ২০২২

এবারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা ১৯ জুন শুরু হয়ে শেষ হবে আগামী ৬ জুলাই। এরই মধ্যে প্রকাশ হয়েছে এই সময়সূচি। তবে, আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ওইদিনের পরীক্ষা একদিন এগিয়ে ২৪ জুন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।

রোববার (১২ জুন) এসএসসি পরীক্ষা নিয়ে আইন-শৃংঙ্খলা সংক্রান্ত সভা শেষে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২৫ জুন এসএসসি শিক্ষার্থীদের ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যা অনুষ্ঠিত হবে ২৪ জুন।

শিক্ষামন্ত্রী জানান, ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ১৯ জুন। এই পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৯ হাজার ৫১১ জন এবং ছাত্রী ১০ লাখ ১২ হাজার ৩৫৭ জন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে অংশ নিচ্ছে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন। এছাড়াও দাখিলে ২ লাখ ৬৮ হাজার এবং এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে।

এছাড়া এ বছর বিদেশের আটটি কেন্দ্রে অংশ নিচ্ছে মোট ৩৬৭ জন পরীক্ষার্থী।

পরীক্ষার নতুন সূচি-
১৯ জুন- বাংলা (আবশ্যিক) প্রথমপত্র ও সহজ বাংলা প্রথমপত্র, 
২০ জুন- বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র ও সহজ বাংলা দ্বিতীয়পত্র, 
২২ জুন- ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্র, 
২৪ জুন- ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্র (২৫ জুন হওয়ার কথা ছিল), 
২৭ জুন- গণিত (আবশ্যিক),

২৮ জুন অনুষ্ঠিত হবে- গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষিশিক্ষা (তত্ত্বীয়), সংগীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) এবং চারু ও কারুকলা (তত্ত্বীয়)।

৩০ জুন- পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, 
২ জুলাই- রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ আগামী অনুষ্ঠিত হবে।

এছাড়া, 

৩ জুলাই- ভূগোল ও পরিবেশ, 
৪ জুলাই- উচ্চতর গণিত (তত্ত্বীয়), 
৫ জুলাই- হিসাববিজ্ঞান, 
৬ জুলাই- জীববিজ্ঞান (তত্ত্বীয়) এবং অর্থনীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি