এসটিএস এর মাধ্যমে ঢাকার বর্জ্য সরানো হলেও সন্তোষজনক নয়
প্রকাশিত : ১০:০১, ৩ মে ২০১৭ | আপডেট: ১১:২৩, ৩ মে ২০১৭
সেকেন্ডারি ট্রান্সফার সিস্টেম বা এসটিএস এর মাধ্যমে ঢাকার দুই সিটির বর্জ্য সরানো হলেও অগ্রগতি সন্তোষজনক নয় বলে মনে করেন ভুক্তভোগিরা। বিশেষজ্ঞরা বলছেন, বর্জ্য সরানোর নিয়ম না মানায় সমস্যা রয়ে গেছে। তবে, বর্জ্য ব্যবস্থাপনায় নতুন কর্মসূচি হাতে নেয়ার কথা জানিয়েছে, সিটি কর্পোরেশন।
নাগরিকদের হাতের কাছেই দেয়া হয়েছে বিশেষ ধরনের ঝুড়ি। রাস্তায় বসানো হয়েছে বিন। তবুও ঢাকা শহরে সর্বত্র ময়লা আবর্জনা যেনো লেগেই থাকে। বিশ্বের অন্যতম দূষিত নগরির তকমাও লেগে আছে।
দুই সিটি কর্পোরেশন সেকেন্ডোরী ট্রান্সফার স্টেশন বা এসটিএস এর মাধ্যমে বর্জ্য সরানোর কর্মসূচির নিয়ম অনুযায়ী ৩ রঙের ৩টি ঝুড়ির মাধ্যমে বর্জ্য তোলার কথা। তবে মাঠে তার উল্টো চিত্র। আগের মতোই সব ধরনের ময়লা একটি ঝুড়িতে ফেলতে দেখা যায়।
এজন্যে ব্যবস্থাপনায় সম্পৃক্তদের গাফিলতি ও সমন্বয়ের অভাবকে দুষছেন পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান।
বর্তমান পরিস্থিতিতে এখনই তড়িৎ ব্যবস্থা না নিলে পরিবেশ দূষণের আশংকা করছেন বিশেষজ্ঞরা।
তবে জমি স্বল্পতায় এসটিএস প্রকল্প বাস্তবায়ন কঠিন হওয়ায় ভিন্ন প্রকল্প চিন্তা করছে দুই সিটি।
তবে বর্জ্য অপসারনে গণসচেতনা বাড়ানোরও তাগিদ দিয়েছেন নগরবিদরা।