ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

এসিআইর তিন কোম্পানির এমডি হলেন সৈয়দ আলমগীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ১৬ নভেম্বর ২০১৭

এসিআই পিওর ফ্লাওয়ার ও এসিআই ফুডসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ আলমগীর। তিনি এসিআই সল্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কাজ করছেন। তিনি ১৯ বছর ধরে এসিআই লিমিটেডের সঙ্গে জড়িত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করার পর সৈয়দ আলমগীর বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি মে ও বেকার লিমিটেডে কর্মজীবন শুরু করেন, যা এখন সানোফি অ্যাভেন্টিস নামে পরিচিত। এসিআইয়ে যোগ দেওয়ার আগে তিনি ছয় বছর যমুনা গ্রুপে মার্কেটিং ডিরেক্টর হিসেবে কাজ করেন। অভিজ্ঞ এ মার্কেটিং ব্যক্তিত্ব বিভিন্ন কৌশলগত বিপণন কার্যক্রমের মাধ্যমে সফল অনেক ব্র্যান্ড তৈরি করেছেন। ১০০ শতাংশ হালাল সাবানের ওপর তার কাজটি দেশ-বিদেশে বেশ প্রশংসিত হয়েছে।

অধ্যাপক ফিলিপ কটলার তার মার্কেটিং বিষয়ক বই ‘প্রিন্সিপ্যাল অব মার্কেটিং’-এ বিশেষভাবে এটি উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। বিভিন্ন ব্র্যান্ডের মাধ্যমে দেশের শিল্প বাণিজ্যে নতুন মাত্রা যুক্ত করতে তার গুরুত্বপূর্ণ অবদান মার্কেটিং জগতে ব্যাপক সাড়া জাগিয়েছে। তিনি ভোক্তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের নতুন ভোগ্যপণ্য বাজারে নিয়ে আসেন। সংবাদ বিজ্ঞপ্তি।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি