ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঐক্য নামক ফাঁনুসে সায় নেই জাতির: নৌমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ১৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় ঐক্যের নামে ড. কামাল হোসেনের ফাঁনুসে জাতির কোন সাই নেই বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী মো. শাজাহান খান। তিনি জাতীয় ঐক্যকে ‘জগা খিচুড়ি’ আখ্যা দিয়ে দিয়ে বলেন, রাজাকার, আলবদর এবং বঙ্গবন্ধু বিরোধীদের নিয়ে এই ঐক্য করা হয়েছে। জনগণ তাসের ঘরের মতো এই ঐক্যকে চূর্ণবিচূর্ণ করে দেবে। এতে জাতির কোন সাই নেই।

শুক্রবার বরিশালে বিআইডবিব্লিউটিসি’র ৬তলা বিশিষ্ট অফিস কাম বাণিজ্যিক ভবন উদ্ধোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বরিশাল নদী ভবন চত্বরে এ উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রী। বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব মো. আবদুস সামাদ।

এছাড়া অন্যান্যের মধ্যে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি, সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন এবং নৌ পুলিশের অতিরিক্ত সুপার মো. কফিল উদ্দিন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি