ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ঐক্যফ্রন্টের নেতাদের আস্থা বিদেশিদের ওপর’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ১৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জনগণ ঐক্যফ্রন্টের সন্ত্রাসীদের আর ক্ষমতায় আনবে না, তাদের মন্ত্রী-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। শুক্রবার দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঐক্যজোটের নেতারা জোট গঠন করেই বিদেশে যান, এর মধ্যে দিয়ে প্রমাণ হয় তাদের এই দেশের জনগণের উপর আস্থা নেই। তাদের আস্থা হচ্ছে বিদেশিদের উপর।

হানিফ আরও বলেন, তারা অপেক্ষায় করুক, বিদেশিরা যদি ক্ষমতায় বসিয়ে দেয় তারা যেন তখন ক্ষমতায় আসে। এদেশের জনগণ আর কখনও তাদের ক্ষমতায় বসাবে না।

জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাসান মেহেদী, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামারুল আরেফিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি