ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ

ঐক্যফ্রন্টের সঙ্গে যুক্ত হলো আরো ৫ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ১ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৭:১১, ১ নভেম্বর ২০১৮

সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের জন্য জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ নেতার সঙ্গে নতুন আরো পাচঁজনের নাম যুক্ত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি দিয়েছেন ঐক্যফ্রন্ট।

আজ বৃহস্পতিবার ঐক্যফ্রন্টের পক্ষে মোস্তাফা মহিসিন মিন্টু এচিঠি দেওয়ার কথা নিশ্চিত করছেন।

চিঠিতে মন্টু বলেন, অনিবার্যকারণবশত ওই তালিকায় আরো ৫ জন নেতার নাম যুক্ত করা একান্তভাবে আবশ্যক। আপনার সাথে টেলিফোনে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সাথে এ বিষয়ে আমার কথা হয়েছে।

সংলাপে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের নেতা হিসেবে থাকছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার চেয়ারম্যান ড. কামাল হোসেন। এছাড়া থাকছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার ও মির্জা আব্বাস এবং জাতীয় ঐক্যফ্রন্টে সক্রিয় জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমীন, সাবেক দুই সংসদ সদস্য এস এম আকরাম ও সুলতান মো. মনসুর আহমেদ।

আরও আছেন জেএসডির আ স ম আবদুর রব, তানিয়া রব, আবদুল মালেক রতন, গণফোরামের সুব্রত চৌধুরী ও মোস্তফা মহসিন মন্টু এবং নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না।

এদিকে সংলাপে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে থাকবেন ২০ জন। তাদের মধ্যে আওয়ামী লীগের জোট শরিক দলগুলোর নেতারাও রয়েছেন।

তারা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের সিনিয়র নেতা শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্যাহ, মো.আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, আবদুর রহমান ও দীপু মনি, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের নেতা শ ম রেজাউল করিম।

১৪ দলের শরিক দলগুলোর নেতাদের মধ্যে থাকছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের একাংশের কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বাদল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার অংশ হিসেবে গত রোববার সংলাপের আহ্বান জানিয়ে শেখ হাসিনাকে চিঠি পাঠায় জাতীয় ঐক্যফ্রন্ট। পরদিনই সংলাপে রাজি হওয়ার কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ শেখ হাসিনার আমন্ত্রণপত্র ড. কামাল হোসেনের কাছে পৌঁছে দেন।

এদিকে ঐক্যফ্রন্টের সাবাইকে স্বাগত জানাবে বলে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, একের পর এক রাজনৈতিক দল সংলাপের জন্য আগ্রহ প্রকাশ করছে। আমরা সবার সঙ্গে  সংলাপ হবে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি