ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি আওয়ামী লীগকে হারাতে পারবে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ৯ জুন ২০১৭ | আপডেট: ১৮:০৫, ৯ জুন ২০১৭

Ekushey Television Ltd.

নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে হারাতে পারবে না বলে
মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে তারা এ’কথা বলেন। বক্তারা বলেন, শেখ হাসিনার অনন্য অর্জনকে ধরে রাখতে হলে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সংসদ সদস্য সামশুল হক চৌধুরী ও নজরুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় নেতারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি