ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ঐক্যবদ্ধ স্পেনের পক্ষে লাখো মানুষের সমাবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১০, ৩০ অক্টোবর ২০১৭

দীর্ঘদিনের স্বায়ত্ত্বশাসিত কাতালোনিয়ায় গণভোটের পর গত শুক্রবার স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়। ঘোষণা দেয়ার পরপরই কাতালোনিয়ার পার্লামেন্ট ভেঙ্গে দেয় স্পেন। কেন্দ্রীয় শাসন জারি করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেখানে।

কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় গতকাল ঐক্যবদ্ধ স্পেনের সমর্থনে একত্রিত হয় লাখ মানুষ ।সমাবেশে নিয়ে আসা এক সুবিশাল ব্যানারে লেখা ছিল, ‘আমরা সবাই কাতালোনিয়ান’। তাদের একটাই দাবী ঐক্যবদ্ধ স্পেনে থাকা।

এদিকে স্বাধীনতা ঘোষণার করার ফলে কতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লোস পুজদেমনকে বরখাস্ত করেছে স্পেন সরকার।তবে স্পেন জানিয়েছে, বরখাস্ত নেতারা চাইলে আগামী ২১ ডিসেম্বর ঘোষিত নির্বাচনে অংশ নিতে পারবেন।

‘ভিভা এসপেনা’ বা ঐক্যবদ্ধ স্পেনের দাবিতে গতকাল দেশটির লাল-হলুদ পতাকা নিয়ে লাখ লাখ মানুষ বার্সেলোনার রাস্তায় নেমে আসে। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে সংকটজনক রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে স্পেন।

এর আগে গত ১  অক্টোবর অনানুষ্ঠানিকভাবে স্বাধীনতার পক্ষে গণভোটের ঘোষণা দেয় কাতালোনিয়ার আঞ্চলিক সরকার।গণভোটে  ৪২ শতাংশ মানুষ ভোট দেয় স্বাধীনতার পক্ষে।   তবে ভোটের আগেই একে অবৈধ ঘোষণা করেন স্প্যানিশ আদালত।

রোববার  স্পেনের জাতীয় পতাকা হাতে নিয়ে ‘ভিভা এসপানা’ বা ঐক্যবদ্ধ স্পেনের দাবিতে গান গেয়ে সমাবেশে নামেন বিপুলসংখ্যক লোকজন। সমাবেশে অংশগ্রহণকারীরা ‘স্পেন দীর্ঘজীবী হোক’ এবং ‘স্পেন ঐক্যবদ্ধ হোক’ এই শ্লোগান দেন ।

সমাবেশে উপস্থিত মারিনা ফার্নান্দেজ বলেন, ‘আমার নানা-দাদার গড়ে দেওয়া দেশটিকে ঐক্যবদ্ধ করতেই এ সমাবেশে উপস্থিত হয়েছি।

সূত্র্র: বিবিসি ও রয়টার্স

/ এম / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি