ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

ঐক্যমত কখনও হওয়ার নয়: খালেদার প্রস্তাবের জবাবে সরকার

প্রকাশিত : ১৫:৩৪, ২১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৩৪, ২১ নভেম্বর ২০১৬

নির্বাচন কমিশন পূর্ণগঠন নিয়ে, বেগম খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব সকল বিবেচনায়, অযৌক্তিক, অস্বাভাবিক ও অনিশ্চয়তায় পূর্ণ এবং কোন ভিত্ত্বি না থাকায়, তা বাতিল গণ্য করে, এ নিয়ে কোন আলোচনার প্রয়োজন নেই সচিবালয়ে, সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, এসব প্রস্তাব দিয়ে বিএনপি প্রধান, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সাথে,  স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধুর খুনীদের, দল জামায়াত, ফ্রিডম পার্টি ও মুসলিম লীগের মত দলকে, হালাল করার চেষ্টা করা হয়েছে। প্রস্তাবে, ঐক্যমতের কথা বলে, নিষ্ফল আলোচনায়, সাংবিধানিক শুণ্যতা সৃষ্টি করে, অস্বাভাবিক সরকারকে ক্ষমতায় আনার ষড়যন্ত্রের ফাঁদ, খালেদা জিয়া পেতেছেন উল্লেখ করে তিনি বলেন, এসব আলোচনায়, সেনাবাহিনীকে টেনে আনার কোন প্রয়োজন ছিল না। তবে, ভবিষ্যতে, কোন গণতান্ত্রিক প্রস্তাব তার পক্ষ থেকে, আসলে তা বিবেচনার আশ্বাস তথ্যমন্ত্রীর।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি