ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

ঐক্যমত ছাড়াই শেষ হলো জি-২০ সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

কোনো ধরনের ঐক্যমত ছাড়াই শেষ হলো বিশ্বের সর্বোচ্চ অর্থনীতির বিশ দেশের সংগঠন জি-২০ সম্মেলন। 

ভারতের সভাপতিত্বে দেশটির বেঙ্গালুরু শহরে বৈঠক অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে রাশিয়ার অভিযানের নিন্দা জানাতে একমত হতে পারেনি দেশগুলো। চীন ও রাশিয়া যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানানোয় সংগঠনের পক্ষ থেকে যৌথ বিবৃতি দেওয়া হয়নি। 

এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ শিল্পোন্নত সাতটি দেশের জোট জি৭ এর মিত্ররা ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ার বিরুদ্ধে তীব্র নিন্দা জানানোর বিষয়টি রাখতে বদ্ধপরিকর থাকলেও বিরোধিতা করে যাচ্ছেন রাশিয়া ও চীনের প্রতিনিধিরা।

ভারতের সভাপতিত্বে বৈঠকের সারসংক্ষেপ এবং ফলাফলের নথি ইস্যু করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি