ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ঐক্যের ডাক দেওয়ায় লেখিকার জেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৪, ১৬ এপ্রিল ২০১৮

ঐক্যের ডাক দেওয়ায় সোমালিয়ার এক লেখিকাকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। দেশটিতে সম্প্রতি সহিংসতা ছড়িয়ে পড়ার পর ওই লেখিকা জাতীয় ঐক্যের ডাক দেন।

দণ্ডপ্রাপ্ত ওই লেখিকার নাম নাসিমা আবওয়ান কুরানে। চলতি বছরের জানুয়ারি মাসে ইগাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোগাদিসু থেকে একটি ফ্লাইটে করে ইগাল বিমানবন্দরে ভ্রমণকালে তাকে গ্রেফতার করা হয়েছিল।

আইনজীবীরা জানিয়েছেন, কবিতা লেখার মাধ্যমে ওই নারী কবি দেশবাসীকে এক হওয়ার আহ্বান জানিয়েছিলেন। পুলিশ তার বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার অভিযোগ আনেন। তবে সরকার পক্ষ থেকে বলা হয়েছে, নাসিমা কুরানে সোমালিয়াকে রাষ্ট্রের পরিবর্তে অঞ্চল বলেছেন, যা সরকারকে অস্বীকার করার শামিল। আর এর মাধ্যমে কুরানে রাষ্ট্রদ্রোহ করেছে বলে অভিযোগ করেন রাষ্ট্রের কৌশলী।

সূত্র: মিডল ইস্ট মনিটর
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি