ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঐতিহাসিক টেস্টে রোমাঞ্চকর জয় আয়ারল্যান্ডের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১১, ২৮ জুলাই ২০২৪

বেলফাস্টে রোমাঞ্চকর জয়ে ঐতিহাসিক টেস্ট রাঙালো আয়ারল্যান্ড। জিম্বাবুয়ের লো স্কোরিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপদে পড়লেও শেষে লরকান টাকার ও অ্যান্ডি ম্যাকব্রাইনের বীরত্বে ৪ উইকেটের জয় পেয়েছে আইরিশরা।

এতে দীর্ঘ সংস্করণের ইতিহাসে দুই দলের প্রথম সাক্ষাৎ জয় দিয়ে শুরু করেছে আয়ারল্যান্ড। জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া জয়টি আরেকটি কারণে ঐতিহাসিক।

ঘরের মাঠে টেস্টে প্রথম জয় পেয়েছে তারা। এর আগে ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে খেলে ৫ উইকেটে হেরেছিল তারা।
জিম্বাবুয়ের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গতকাল তৃতীয় দিন ২১ রানেই ৫ উইকেট হারিয়ে হারের শঙ্কায় ছিল আয়ারল্যান্ড। ষষ্ঠ উইকেটে টাকার-ম্যাকব্রাইন ধাক্কা সামলিয়ে ওঠার চেষ্টা করলে বেরসিক বৃষ্টি বাগড়া দেয়।

৫ উইকেটে আয়ারল্যান্ডের ৩৩ রানের সময় বৃষ্টি আসলে দিনের খেলা শেষ করতে বাধ্য হন মাঠের আম্পায়ারদ্বয়।
৪ রানে অপরাজিত থাকা ম্যাকব্রাইনকে নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করেন ৯ রানে অপরাজিত থাকা আরেক ব্যাটার টাকার। শুরুতে দেখেশুনে খেলে ম্যাচের হাল ধরেন দুই ব্যাটার। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচই বের করে নেন তারা।

ষষ্ঠ উইকেটে ৯৬ রানের জুটি গড়ে জিম্বাবুয়ের জয়ের আশা শেষ করে দেন দুই আইরিশ।
আয়ারল্যান্ডের জয় যখন ৪১ রান দূরে তখন ফিফটি করে আউট হন টাকার। ১০ চারে ৫৬ রান করে টাকার ফিরলেও জয় নিয়ে মাঠ ছেড়েছেন ম্যাকব্রাইন। সঙ্গে নিজেও ফিফটি হাঁকিয়েছেন বাঁহাতি ব্যাটার। ৫৫ রানে অপরাজিত থাকা ম্যাকব্রাইন পরে জয়ের কাজটুকু সারেন মার্ক অ্যাডায়ারকে সঙ্গী করে।

২৪ রানে অপরাজিত থাকেন অলরাউন্ডার অ্যাডায়ার।
দুই ইনিংসে মোটে ৮৩ রানের সঙ্গে বোলিংয়ে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ম্যাকব্রাইন। এর আগে জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ২১০ রানের বিপরীতে আয়ারল্যান্ড করেছিল ২৫০। আর দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে ১৯৭ রানে অলআউট হলে ১৫৮ রানের লক্ষ্য পায় আয়ারল্যান্ড।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি