ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিডিইউ’র শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ৭ মার্চ ২০২৩

ঐতিহাসিক ৭ মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি।

মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম।

এসময়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম জোয়ার্দার, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পুষ্পার্ঘ অর্পণ শেষে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, ৭ই মার্চের ভাষণ ছিল বিশ্বের বঞ্চিত মানুষের মুক্তির গান। এই ভাষণে বাঙালি জাতির পিতা বিশ্বের বঞ্চিত মানুষের মুক্তির কথা বলেছেন। এই ভাষণ আমাদের মুক্তির অবিচ্ছেদ্য অংশ, আমাদের দেশপ্রেমে উজ্জীবিত করে।

উপাচার্য আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করেই আমাদের ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে পরিণত হতে হবে। আমরা যদি সততার সঙ্গে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি তাহলেই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করা সম্ভব হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি