(ভিডিও)
ঐতিহ্য ধরে রাখতে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা
প্রকাশিত : ১৬:০৬, ৮ জুন ২০১৮
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি এখন বিলুপ্তির পথে। প্রযুক্তির উন্নয়নে হারিয়ে যাচ্ছে গ্রামীণ এই বাহন। হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে ফসল তোলার পর বিভিন্ন গ্রামে আয়োজন করা হয় গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা।
গরুর গাড়ির ইতিহাস সুপ্রাচীন। হরপ্পা সভ্যতাতে গরুর গাড়ির অস্তিত্ব থেকে বিশেষজ্ঞদের অনুমান, খ্রিস্ট জন্মের ১৬শ’ থেকে ১৫শ’ বছর আগেই সিন্ধু অববাহিকা ও ভারতীয় উপমহাদেশে এর প্রচলন ছিলো।
একসময় যাতায়াত ও পণ্য পরিবহনসহ নানা কাজে লাগতো গরুর গাড়ি। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও যন্ত্রচালিত যানবাহন চলে আসায় গরুর গাড়ির দেখা মেলায় ভার।
বর্তমানে গ্রামেগঞ্জে ফসল তোলার পর খালি মাঠে আয়োজন করা হয় গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। মূলত কৃষকরাই এ খেলায় অংশ নেন।
গ্রামীণ জীবনে একটু বিনোদন পেতে প্রতিযোগিতা দেখতে ভিড় করে হাজারো দর্শক। প্রতিযোগিতাকে ঘিরে বসে মেলা। রকমারি পণ্য সাজিয়ে বসেন দোকানীরা।
স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রতিযোগিতায় বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় পুরস্কারও।
একে//
আরও পড়ুন