ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ও.ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য টাইগারদের দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ৩ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। ৮ ডিসেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে টেস্ট সিরিজে প্রথম অধিনায়কত্বের দায়িত্ব পালনের পর এবার প্রথমবারের মতো ওয়ানডেতে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের মিডল-অর্ডারের ব্যাটসম্যান তাওহিদ হৃদয়কেও বিসিবির মেডিকেল টিম দলের বাইরে রেখেছে। কারণ, তিনি কুঁচকির সমস্যায় ভুগছেন।

বিসিবির ক্রীড়া চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেছেন, ‘হৃদয় তার ডান কুঁচকিতে ব্যথার কারণে চিকিত্সাধীন রয়েছেন। তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে এবং আমরা তার খেলার বিষয়টি নিশ্চিত করতে দুই সপ্তাহের মধ্যে তাকে পুনরায় মূল্যায়ন করবো।’

এদিকে, এক বছর পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি আফিফ হোসেন ধ্রুব। বাংলাদেশের হয়ে তার আগের একদিনের আন্তর্জাতিক ছিলো ২০২৩ সালের ডিসেম্বরে। সহযোগী বাঁ-হাতি জাকির হাসান, যিনি গত মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ছিলেন, তাকে বাদ দেওয়া হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকে মুগ্ধ করার পর নিজের জায়গা ধরে রেখেছেন ফাস্ট বোলার নাহিদ রানা।

স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মোঃ মাহমুদুল্লাহ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম , তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি