ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ওএমএস এবং ভিজিএফ- ভিজিডি কার্যক্রমের অব্যবস্থাপনা,যোগান অপর্যাপ্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৯, ১০ জুন ২০১৭ | আপডেট: ১৪:৪৩, ১০ জুন ২০১৭

Ekushey Television Ltd.

সব কিছু হারিয়ে বর্তমানে আয় উপার্জনের কোন পথ অবশিষ্ট নেই, আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের হাওরে মানুষদের। তাই, অত্যন্ত মানবেতর জীবন পাড় করতে হচ্ছে, তাদের। এর পাশাপাশি, ওএমএস এবং ভিজিএফ- ভিজিডি কার্যক্রমের অব্যবস্থাপনা আর অপর্যাপ্ত যোগানও ভোগাচ্ছে, এই মানুষদের। দ্রুতই কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, এমন উদ্যেগ গ্রহনে দাবী ভাগ্যহত এসব মানুষের।
অন্যান্য বছরগুলোতে সাধারনত ৬ মাস, জলমগ্ন থাকে, হাওর অঞ্চল। সেসময়, থাকতো না, বিকল্প আয়ের কোন পথ। আর, এবারে, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে আগাম বন্যা, ঘূর্ণিঝড় সাথে ফসল হানি ও মাছ ক্ষতিগ্রস্থ হওয়ায় একে বারেই বে-কায়দায় এ অঞ্চলের মানুষ।
আয় রোজগার একেবারেই নেই। তাই চারদিক হাহাকার। কাজের সন্ধানে, বেকার মানুষ ছুটছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরতলীতে।
ইউনিয়ন পর্যায়ে ওএমএস এবং ভিজিএফ চালু থাকলেও এরিমধ্যে, নানান অব্যবস্থাপনা’র অভিযোগ পাওয়া যাচ্ছে। চালের পরিমানও যথেষ্ঠ মনে করছেন না, ক্ষতিগ্রস্থরা।
সরকারের সদিচ্ছা আছে, কিনতু মাঠ পর্যায়ে তৎপরতা এবং বাস্তবায়ন নিয়ে কিছুটা ক্ষোভ জন প্রতিনিধিদের।
ঘটনার তাৎক্ষণিকতায় প্রথম দফায়, ত্রাণ কার্যক্রমে কিছু অব্যবস্থাপনা মানছেন কতৃপক্ষও। তবে, জুন ও জুলাই মাসে যে, সহায়তা আসবে, সেখানে সব কিছু শুধরে নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের।
কর্মসংস্থান সৃষ্টির প্রয়াসে, ইজিপি প্রকল্পে এরিমধ্যে ১৫ কোটি টাকা, বরাদ্দ করেছে সরকার।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি