ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ওজনিয়াকিকে হারিয়ে জবাব শারাপোভার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪২, ১৯ জানুয়ারি ২০১৯

শুক্রবারের মেলবোর্ন জুড়ে আলোচনা ছিল একটাই। মারিয়া শারাপোভার কাছে মেয়েদের গতবারের চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকির হার! অস্ট্রেলিয়ান ওপেনে সাবেক ‘নাম্বার ওয়ান’কে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন শারাপোভা।

শুক্রবার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় তৃতীয় রাউন্ডের ম্যাচে প্রথম সেটে হারের পর ঘুরে দাঁড়িয়েছিলেন ওজনিয়াকি। কিন্তু শেষ সেটে আর আটকাতে পারেননি শারাপোভাকে। দুই ঘণ্টা ২৪ মিনিটের লড়াইয়ে ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে জেতেন পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী রুশ তারকা।

ডোপিংয়ে কলঙ্কিত মারিয়া নির্বাসন শেষ করে কোর্টে ফিরলে এই ওজনিয়াকিই বলেছিলেন, ‘শুধু ওর গ্ল্যামারের জন্যই এত দিন বাইরে থেকেও বিভিন্ন প্রতিযোগিতার বাছাই তালিকায় দিব্যি জায়গা করে নিচ্ছে।’

শারাপোভা কিন্তু পাল্টা কিছু বলেননি। বললেন না শুক্রবার ওজনিয়াকিকে হারিয়েও। হয়তো ঠিক করে রেখেছিলেন, জবাবটা কোর্টে দেবেন। দিলেনও। এবং এই জয়ে তার শরীরী ভাষায় চুঁইয়ে পড়ল তৃপ্তি। দু’হাত তুলে দর্শকদের অভিনন্দন জানাতে গিয়ে তার মুখে খেলে গেল বিখ্যাত সেই হাসি। ভুললেন না, শূন্যে চুম্বন ছুড়ে দিতেও। কোন রহস্যে জয়?  এমন প্রশ্নে মারিয়ার জবাব, ‘অভিজ্ঞতা এক অমূল্য বস্তু। জানতাম ও গতবারের চ্যাম্পিয়ন। আমার মতো না হলেও, অভিজ্ঞতাতেও খুব পিছিয়ে নেই। কিন্তু এই মানের ম্যাচের জন্যই তো এত দিন নিজেকে তৈরি করেছি। তাই শেষ পয়েন্টও আমিই জিতলাম।’

২০০৮ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন শারাপোভা চতুর্থ রাউন্ডে খেলবেন স্বাগতিক খেলোয়াড় অ্যাশলি বার্টির বিপক্ষে।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি