ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ওজিলদের নেশা করা নিয়ে উদ্বিগ্ন আর্সেনাল ক্লাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ৮ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১০:৫৪, ৮ ডিসেম্বর ২০১৮

ভিডিওটা ফাঁস করেছে ইংল্যান্ডের একটি ট্যাবলয়েড। যেখানে দেখা যায়, আর্সেনালের বেশ কয়েকজন ফুটবলার একসঙ্গে বসে শুকনো নেশা করছেন। নেশার বস্তুটি, নাইট্রাস অক্সাইড। যাকে বলা হয় ‘লাফিং গ্যাস’। এক সময় হিপিদের মধ্যে এই নেশা জনপ্রিয় ছিল।

সিসিটিভি ফুটেজে আর্সেনালের মেসুত ওজিল, পিয়ের-এমরিক আবুমেয়ং, আলেকজান্দ্রে লাকাজেতের মতো তারকাদেরও নেশা করতে দেখা গেছে। যে খবরে উদ্বিগ্ন আর্সেনাল ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনার সঙ্গে ফুটবলারদের জড়িত থাকতে নিষেধ করা হবে।

আজ শনিবার ইপিএলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। লিভারপুল খেলবে বোর্নমুথের সঙ্গে। ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে ফুলহ্যাম। তবে সবার নজর থাকবে স্ট্যামফোর্ড ব্রিজে। যেখানে চেলসির মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি।

সূত্র: আনন্দবাজার

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি