ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ওটিতে জাফর ইকবাল, বললেন ‘আমি ওকে আছি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ৩ মার্চ ২০১৮

ছুরি হামলায় রক্তাক্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ও খ্যাতিমান লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে তাকে অপারেশন থিয়েটারে (ওটি) নিয়ে যাওয়া হয়। শনিবার সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওটিতে নিয়ে যাওয়া হয় তাকে।
ড. জাফর ইকবালকে দেখতে জড়ো হওয়াদের মধ্যে এক শিক্ষার্থী জানান, হামলার পরপরই তিনি জাফর ইকবাল স্যারের সঙ্গে কথা বলেছেন। স্যার জানিয়েছেন, তিনি ওকে আছেন। নিজেকে ধরে রাখতে পারবেন।

বিকাল ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কম্পিউটার বিজ্ঞান বিভাগের এক অনুষ্ঠানে অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত করে এক যুবক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পরপরই শিক্ষার্থীরা হামলাকারীকে আটক করে গণপিটুনি দেয়। বর্তমানে তাকে আটক রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, স্যার মুক্তমঞ্চে বসেছিলেন। সামনে একটি রোবট প্রতিযোগিতা হচ্ছিল। হঠাৎ এক যুবক এসে তার মাথার পেছনে ছুরি দিয়ে আঘাত করেন। কিছু বুঝে ওঠার আগেই তার শরীর রক্তে ভিজে যায়।

তিনি নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার রাশেদুন্নবীর অধীনে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক।

এ ঘটনায় হামলাকারী যুবককে সঙ্গে সঙ্গে আটক করে গণধোলাই দিয়েছে শিক্ষার্থীরা। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি