ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ওবামার না বলা কথা নিয়ে ধারাবাহিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ১০ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

নতুন একটি ধারাবাহিক করার ব্যাপারে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বিনোদন সংস্থা নেটফ্লিক্সের সঙ্গে গত বৃহস্পতিবার এ নিয়ে আলোচনা করেন ওবামা। ‘প্রেসিডেন্ট আমলের বলা না বলা কথা’র ঝুড়ি নিয়ে এ ধারাবাহিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় তার বহু না বলা কথা জানিয়ে দেবেন তিনি।

নতুন এ অনুষ্ঠানে ক্যামেরার সামনে সঞ্চালক হিসেবে দেখা যাবে ওবামাকে। অথবা ক্যামেরার পেছনে তাকে প্রযোজক হিসেবেও দেখা যেতে পারে।

ওবামা ও নেটফ্লিক্সের সঙ্গে কথাবার্তা চলছে। তবে ‘প্রোডাকশন পার্টনারশিপ’ নিয়ে এখনও চুক্তিটি চূড়ান্ত হয়নি। এটা চূড়ান্ত হলে ওবামার পাশাপাশি তার স্ত্রী মিশেলও এ ধারাবাহিকে যুক্ত হবেন।

জানা গেছে, মূলত যুক্তরাষ্ট্রের গল্পই তুলে ধরা হবে সেখানে। ওবামার প্রেসিডেন্ট আমলের মজার মজার অভিজ্ঞতাসহ কিছু গোপনীয় বিষয়ও থাকবে ওই অনুষ্ঠানে। আর শেষপর্যন্ত যদি মিশেল ওবামাও অনুষ্ঠানে থাকেন, সেক্ষেত্রে হোয়াইট হাউসের অন্দরমহলের খুঁটিনাটিসহ মার্কিনিদের খাদ্যাভ্যাসের পুষ্টিমান নিয়ে কথা বলবেন তিনি।

সূত্র: সিএনএন

/ একে / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি