ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাংবাদিক ইলিয়াস
প্রকাশিত : ১৫:১৪, ৪ মার্চ ২০২৫ | আপডেট: ১৫:১৭, ৪ মার্চ ২০২৫

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পতন ঘটে হাসিনা সরকারের। গত ৫ আগস্ট পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর আত্মগোপনে যায় আওয়ামী লীগের নেতারা। অনেকে গোপনে দেশ ছাড়লেও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে বেশি গুঞ্জন ছড়িয়েছে। এবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য!
সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে ইলিয়াস হোসাইন দাবি করেন, ওবায়দুল কাদের দেশে থাকার খবর জেনেছেন তিনি।
পোস্টে ইলিয়াস লেখেন, ‘অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন। তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে।’
যদিও এর আগে কেউ কেউ বলছেন, ওবায়দুল কাদের ৫ আগস্টই যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন। কেউ দাবি করছেন, তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন।
অবশ্য কেউ কেউ এখনো বলছেন, কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ওবায়দুল কাদের।
এর আগে, ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ইলেকট্রনিক গণমাধ্যমে ৩টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বলছে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া।
প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায়, ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে উক্ত গণমাধ্যমগুলো কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি বরং, সেসব গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লিখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করে কোনো সত্যতা পায়নি রিউমর স্ক্যানার।
এএইচ