ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

ওবায়দুল কাদেরের পালিত পুত্র আসাদুজ্জামান গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ১৬ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১১:০২, ১৬ জানুয়ারি ২০২৫

বহুল আলোচিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত পুত্র পরিচয় দেওয়া আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর গুলশান থানার স্পেশাল দল  তাকে গ্রেপ্তার করে।

রাজধানীর বাড্ডা থানার একটি হত্যা মামলায় আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, আসাদুজ্জামান হিরু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ যোগানদাতা। এ ছাড়া ওবায়দুল কাদেরের ছত্রছায়ায় তিনি অর্থ লোপাট করতেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর ওবায়দুল কাদের আত্মগোপনে চলে যান। এরও বেশ কিছু দিন পর তিনি ভারতে পালিয়ে গেছেন বলে জানা যায়। তবে এ নিয়ে নিশ্চিত কোনো কিছু জানা যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি